অমৃতবাজার এক্সক্লুসিভ - কলা বিভিন্ন গুণাগুণে সমৃদ্ধ একটি ফল। এর পুষ্টিগুণ অধিক। এতে রয়েছে দৃঢ় টিস্যু গঠনকারী উপদান যথা আমিষ, ভিটামিন এবং খনিজ। কলা ক্যালোরির একটি ভালো উৎস। এতে কঠিন খাদ্য উপাদান এবং সেই সঙ্গে জল জাতীয় উপাদান সমন্বয় যে কোন তাজা ফলের তুলনায় বেশি। তবে চুলের যত্নেও নিজের হেয়ার স্টাইল করতে এই কলাকে ব্যবহার করতে পারেন। তাই দেখে নিন কলা ব্যবহার করে চুল ঠিক করার ঘরোয়া পদ্ধতি।
পদ্ধতি - প্রথমে পাকা কলা, আমলকীর রস, মধু এবং মেথি গুঁড়ো একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগাতে পারেন।
এটি একই সঙ্গে চুল নরম করবে এবং রোদে পুড়ে লালচে হয়ে যাওয়া থেকে বাঁচাবে। ব্যাস তাহলেই চুল হয়ে যাবে বেঠিক থেকে সঠিক।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।