নিজস্ব প্রতিনিধি, নদীয়া - মায়াপুর ইসকন মন্দির সনাতন ধর্মাবলম্বী মানুষদের জন্য এক মাধুর্যপূর্ণ জায়গা। রাধাকৃষ্ণের ভক্তগণ নিত্যদিন ভিড় জমায় এই মন্দিরে। এবার গরমের দাবদহ থেকে স্বস্তি পেতে মায়াপুর ইসকনে শুরু হল চন্দন যাত্রা উৎসব। রাধামাধববের সর্বাঙ্গে চন্দন লেপন করে বর্ণাঢ্য সংকীর্তন শোভা যাত্রার মাধ্যমে নিয়ে আসা হয় ইসকনের সমাধি মন্দিরের পুষ্করিণীতে। বহু মানুষের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মায়াপুর ইসকন মন্দির হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এক মধূর্যপূর্ণ স্থান। গরমের দাবদহ থেকে স্বস্তি পেতে মায়াপুর ইসকনে শুরু হল চন্দনযাত্রা উৎসব। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে রাধামাধবের সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়। তারপর রাধামাধবের বিগ্রহকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয় ইসকনের সমাধি মন্দিরের পুষ্করিণীতে।
সুসজ্জিত নৌকায় চলে সলিল বিহার, প্রদক্ষিণ সঙ্গে আরতী, কীর্তন, ভজন। গোটা সমাধি মন্দির ও পুষ্করিণীর চারপাশে ফুল ও আলোকমালায় সাজানো হয়। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই উৎসব চলে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে ২১ দিন ব্যাপী চলবে এই চন্দন যাত্রা উৎসব। চন্দন যাত্রা উপলক্ষে দেশ-বিদেশের অসংখ্য ভক্তের সমাগম ঘটে প্রভুপাদ সমাধি মন্দিরের পুস্কৃরিণীর চারি ধারে।
এক ভক্ত জানিয়েছেন, " আমরা রাধামাধবের ভক্তগণ নিত্যদিন মন্দিরে আসি। আজ রাধামাধবের সর্বাঙ্গে চন্দন লেপন করে সংকীর্তন শোভাযাত্রার মাধ্যমে পুষ্করিণীতে নিয়ে গিয়ে স্নান করিয়ে সুসজ্জিত করা হয়েছে। দূরদূরান্ত থেকে বহু মানুষ আজ মন্দির প্রাঙ্গণে আসেন। সবাই আজ রাধামাধবের সেবায় নিজেদের নিযুক্ত করেন। তেমনই আমরাও আজ নিজেদের রাধামাধবের সেবায় নিযুক্ত করেছি"।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক