নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - গত কয়েক বছর ধরে বাড়ি বাড়ি জনপ্রকল্পের জন্য রাস্তার পাশে গর্ত করা হয়েছিল। এখনো চলছে সেই কাজ। তবে কবে শেষ হবে কেউ জানে না। আর সেই গর্তেই পড়ে মর্মান্তিক মৃত্যু হল বৃদ্ধের।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মেটেলি ব্লকে। মৃত বৃদ্ধের নাম ধীরেন রায়।
সূত্রের খবর , প্রায় চার থেকে পাঁচ মাস আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছতে রাস্তার পাশে বড়ো বড়ো গর্ত করা হয়েছিল। অথচ জলের পাইপ বসানোর পরেও গর্ত ভরাট করা হয়নি। শুক্রবার সকালে বৃদ্ধ মাঠে গরু চড়াতে যাচ্ছিলেন। সকাল থেকে বৃষ্টির জন্য রাস্তায় কাদা জমে ছিল। হঠাৎই যাবার সময় সেই গর্তে পড়ে যান ধীরেন রায়। দীর্ঘক্ষণ ওই গর্তে পড়ে থাকেন তিনি। তারপর এলাকাবাসিরা দেখতে পেয়ে তুলতে আসেন। ততক্ষণে ধীরেন রায়ের মৃত্যু হয়। তারপরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।
পরিবার এবং স্থানীয়দের অভিযোগ , যবে থেকে পানীয় জলের পাইপ বসানোর বহুবার গর্ত ভরাটের দাবি জানিয়েছিলেন স্থানীয়রা। তবে সেই বিষয়ে কোনো পদক্ষেপ দেওয়া হয়নি এবং কাজও হয়নি। সামনেই পুজো তাই দ্রুত গর্ত ভরাট করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।