নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - গরু পাচার মামলায় আরও চাপ বাড়ল অনুব্রতের। এই মামলায় আসানসোল থেকে দিল্লিতে গেল যাবতীয় নথি। মূলত এবার থেকে সেখানেই হবে এই মামলার সব শুনানি। বুধবার যাবতীয় ফাইল আসানসোল আদালত থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নিয়ে যায় ইডি।
সূত্রের খবর , বুধবার সকাল সকাল আসানসোল আদালতে আসেন ইডির দুই আধিকারিকরা। এদিন কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে দুটি সুটকেসের মধ্যে করে গরু পাচার সংক্রান্ত সমস্ত নথি নিয়ে দিল্লি রওনা দেন আধিকারিকরা। এই নথির মধ্যে রয়েছে ইডির আধিকারিকদের জমা দেওয়া ৫ টি চার্চশিটসহ আরো কিছু গুরুত্বপূর্ণ নথি। জানা গেছে, এই সব নথিপত্র আগামীকালই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জমা দেওয়া হবে ইডির আধিকারিকের তরফে।
প্রসঙ্গত , গত ২৮ জুলাই গরু পাচার মামলা দিল্লিতে স্থানান্তরের জন্য আবেদন করে ইডি। যদিও এর আগে দুই বার এই মামলার শুনানি হয়েছে। তবে তৃতীয়বারের মতো ইডির আর্জি মেনে নেয় আদালত। আদালতের জানানো হয় দিল্লিতেই গরু পাচার মামলার সমস্ত শুনানি হবে।
পাশাপাশি জানানো হয় ১১ সেপ্টেম্বর মধ্যে এই মামলা সংক্রান্ত সমস্ত কাগজ নিয়ে যেতে হবে সেখানে। তবে ইডির তরফে আরও কিছুদিন সময় চাওয়া হয় জি ২০ সম্মলনের কারণে। সেই মামলাতে এবার বুধবার সব নথিপত্র নিয়ে গেল ইডি।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর