গার্বি গুজরাত,অস্মিতা বজায় রেখে 'মিসেস ইন্ডিয়া'র খেতাব জিতলেন পূজা

নভেম্বর ১৯, ২০২১ রাত ১০:০৬ IST
6197bdf043baf_IMG_20211119_203540

নিজস্ব প্রতিনিধি , গুজরাত - এবছরের মিসেস ইন্ডিয়া খেতাব জিতলেন গুজরাতের মেয়ে পূজা বাদলানি। দুবাইয়ের রাস - আই - খাইমাতে দ্য হাউট মন্ডে মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড 2021 প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে পূজা বদলানিকে মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড কুইন - এলিমেন্ট এয়ারের মুকুট দেওয়া হল।

সর্বমোট ১০০ জন প্রতিযোগীকে নিয়ে এই বছরের মিসেস ইন্ডিয়া প্রতিযোগীতাটি আয়োজন করেছিল দুবাইয়ের মাটিতে। প্রায় সাত বছর পর গুজরাতের মাথায় আবার উঠল এই খেতাব। এবছরের মিসেস ইন্ডিয়ার বিচারক ছিলেন বলিউড অভিনেত্রী এবং ফ্যাশন মডেল অদিতি গোবিত্রিকর।

সম্প্রতি ইঞ্জিনিয়ার অমিত বদলানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ পূজা বদলানি । প্রতিযোগীতায় হিন্দি ভাষাকে উৎসর্গ করে একটি কবিতা আবৃত্তি করে , যা সেখানে উপস্থিত দর্শক , বিচারক এবং প্রতিযোগীদের মুগ্ধ করে।পূজা একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং এন্ট্রোপ্রনার তাছাড়াও তিনি একজন ইমেজ কনসালটেন্ট। তার কথায় তিনি ছোটবেলা থেকেই এই প্রতিযোগীতায় বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে এসেছেন , এবার তার স্বপ্ন সফল হল।

ভিডিয়ো

Kitchen accessories online