নিজস্ব প্রতিনিধি , আমেদাবাদ - সম্প্রতি ৫৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পরেছে স্যোশাল মিডিয়ায়। সেখানে একটি ছোট্ট মেয়েকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গুজরাতি ভাষায় একটি আবৃত্তি করে শোনাতে। বিজেপির প্রশংসনীয় ওই কবিতা শুনে ভিডিও জুড়ে হাসতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। অপরদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, ছোট্ট মেয়েটি বলেছিল যে আবৃত্তি করার সময় সে একটুও নার্ভাস হয় নি কারণ, সে ভেবে নিয়েছিল যে সে তার 'দাদু'র সামনে কথা বলছে।
মেয়েটির ভিডিওটি গেরুয়া শিবির তাদের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে। যেখানে গুজরাতি ভাষায় মেয়েটিকে একটি কবিতা বর্ণনা করতে দেখা যায়। কবিতাটিতে সে বলেছিল, "বিজেপি আমাদের বাঁচাবে, বিজেপি আবার আসবে"।
আবৃত্তির সময় তিনি নার্ভাস ছিলেন কি না জানতে চাইলে, একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদিয়া বলে, "প্রধানমন্ত্রীর ঘরে ঢোকার আগে আমি নার্ভাস ছিলাম, কিন্তু যখন আমি প্রধানমন্ত্রীর সামনে গেলাম, তখন আমি আর নার্ভাস ছিলাম না। আমি ভেবেছিলাম যে তিনি আমার দাদু।"
এছাড়াও মেয়েটি আরও বলে, "প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, আমি তার থেকে অটোগ্রাফ চাই নাকি একটি ছবি এবং আমি তাকে বলেছিলাম যে আমি দুটিই চাই। তাই তিনি মেয়েটির পরনে থাকা বিজেপির স্যাশেতে স্বাক্ষর করেছিলেন এবং তার সঙ্গে একটি ছবিও তুলেছিলেন।"
ভিডিওটি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। তারা নির্বাচনী প্রচারে একটি শিশুকে ব্যবহার করার অভিযোগ এনেছে নরেন্দ্র মোদির বিরুদ্ধে। বিষয়টি ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) এবং ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিসিআর) কেও বিবেচনা করে দেখার আর্জি জানিয়েছে তারা।
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে প্রধানমন্ত্রী মোদির শেয়ার করা ভিডিওটি নিয়ে এনসিপিসিআরএ একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি ট্যুইট করে লিখেছেন, "আমরা এনসিপিসিআরের প্রিয়াঙ্ক কানুনগোর কাছে একটি অভিযোগ দায়ের করেছি, গুজরাতে প্রধানমন্ত্রী মোদির দ্বারা নির্বাচনী ও রাজনৈতিক প্রচারণার জন্য শিশুদের অপব্যবহার করার বিরুদ্ধে । আচরণবিধি লঙ্ঘন করার জন্য নির্বাচন কমিশনের কাছে একটি অনুলিপিও চিহ্নিত করেছি। মিঃ কানুনগো, আপনি স্পষ্টতই চুপচাপ। কেন?"
সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "এটি শিশু অধিকার লঙ্ঘনের একটি মামলা এবং প্রধানমন্ত্রী নিজেই নির্বাচনী প্রচারের জন্য শিশুদের অপব্যবহার করেছে।"
উল্লেখ্য, বিজেপিও কংগ্রেস এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে 'ভারত জোড়ো যাত্রা'য় শিশুদের ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছিল এবং এনসিপিসিআরএ অভিযোগ করেছিল।
ইতিহাসের পাতায় নাম লেখাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
অগ্নিবীর টেকনিক্যাল পরীক্ষার প্রস্তুতিতে আজ গণিত
রবিবার ৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মধ্যে লড়াই চলে
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
গতকাল যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল এটি তারই উত্তরপত্র
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
ANM & GNM প্রস্তুতিতে আজ পরিবেশবিদ্যা
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮
সোমবার সকাল থেকে আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে
এই নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৯
ধৃত ২ তৃণমূল কর্মী অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামী , গোটা গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
এক নজরে দেখে নিন আজকের ট্রাফিক আপডেট
তিনি ইন্টারনেট উদ্যোক্তা এবং ভারতের প্রথম মহিলা যিনি ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করতে পেরেছেন