গুলি চালিয়ে ঠিক করেছে সিআইএসএফ, ভাটপাড়া প্রসঙ্গে বিস্ফোরক অর্জুন

জানুয়ারী ২৩, ২০২২ দুপুর ০২:৩২ IST
61ed130f84617_IMG_20220123_134753

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রবিবার ভাটপাড়ায় তার মূর্তিতে মাল্যদান করতে গিয়ে জেলা প্রশাসক গোপাল রাউতের সঙ্গে হাতাহাতি শুরু হয় বিজেপি সাংসদ অর্জুন সিং-য়ের। এমনকি  হাতাহাতির বিষয়টি বৃদ্ধি পেলে বিজেপি সাংসদের দেহরক্ষীরা  ৭ রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ তৃণমূল নেতাদের। দুই পক্ষই একে অপরকে দোষারোপ করলেও এবার ঘটনার প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং।  

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ বলেন, কেন গুলি চালাবে না সিআইএসএফ-রা! নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভাটপাড়ায় তার মূর্তিতে মাল্যদান করতে গিয়েছিলাম। কিন্তু সেখানে আগে থেকেই উপস্থিত শাসকদলের নেতৃত্ব নুরে জামাল, মুক্তার আনসারী এবং অরুণ শাওন ও তরুণ সাউয়ের নেতৃত্বে আমার উপর অতর্কিত ভাবে গুলি চালানো হয়। তাই আমার নিরাপত্তারক্ষীরা গুলি চালাতে বাধ্য হয়েছে।  

বিজেপি সাংসদ আরও বলেন, যদিও এই ঘটনাটি অধ্যক্ষ সহ হোম মিনিস্টার সাহেব গভর্নরকে জানিয়েছি। আমার কোনো চোট না আসলেও আমার গাড়ির কাচ ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা এবং আমার ছেলে পায়ে আঘাত পেয়েছে। সেই সময় দেখলাম তো সেখানে ৪-৫ জন বিজেপি সদস্য ছাড়া বাকি সবাই ছিল তৃণমূলের গুন্ডা বাহিনী।

ভিডিয়ো

Kitchen accessories online