নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গুলিবিদ্ধ মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল যুব নেতার মৃত্যু হলো কলকাতার হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ হওয়ার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে জোর তল্লাশি।
স্থানীয় সূত্রে জানা গেছে , পাঁচগ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা তৃণমূল নেতা রুবেল শেখ। তার দুই সহকর্মীকে নিয়ে বিলবসিয়া চুপড় এলাকায় আড্ডা মারছিলেন। সেই সময় একটি বাইকে দুই দুষ্কৃতী এসে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। তার কিছুক্ষণ পরেই গুলি চালায়। তৃণমূলের যুব নেতা রুবেল মাটিতে লুটিয়ে পরেন।
জখম তৃণমূল যুব নেতাকে প্রথমে নবগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখান থেকে তাকে কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তবে বিশেষ লাভ কিছুই হয়নি। শেষ পর্যন্ত মৃত্যুই হয় তৃণমূল যুব নেতার। গুলিবিদ্ধ হওয়ার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তৃণমূল নেতার প্রাণহানি হয়েছে বলেই জানিয়েছেন চিকিত্সকরা।
তৃণমূল যুব নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রত্যক্ষদর্শী উজ্জ্বল শেখ জানিয়েছেন, 'দলের কাজ শেষ করে আমরা মাঝে মধ্যে বিলবসিয়া এলাকায় আড্ডা দিয়ে যে যার বাড়ি চলে যাই। বাড়ি রওনা হওয়ার ঠিক আগের মুহূর্তে একটি বাইক আমাদের ক্রস করে দাঁড়ায়, তারপরেই গুলির মতো আওয়াজ পাওয়া যায়। দেখি রুবেলের কোমর দিয়ে রক্ত ঝরছে। তবে চিকিত্সকরা তার দেহে গুলি খুঁজে পাননি।'
নবগ্রাম ব্লক তৃণমুল সভাপতি মহম্মদ এনায়েতুল্লাহ জানিয়েছেন, 'দলের অত্যন্ত ভাল সংগঠক হিসেবে আমার স্নেহভাজন রুবেল। তাছাড়া এলাকার মানুষের সঙ্গে ওর ঘনিষ্ঠতা কারও অজানা নয়। তারপরেও এমন ঘটনা আমাকে স্তব্ধ করে দিয়েছে।'
উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সোশ্যাল সিকিওরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ২৮৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
আগামী ৩০ দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ
ডরো মাত স্লোগান তুলে অভিযান , পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত রাজভবন চত্বর
দুর্নীতিটাই তৃণমূলের কাছে নীতি , কটাক্ষ বিজেপি-সিপিএমের
লন্ডনে গুজরাতিদের মারার হুমকি খালিস্তানিদের
পরীক্ষার্থীদের সঙ্গে যুক্ত অবিভাবকও , গ্রেফতার ১
আগামী ৩১শে মার্চ থেকে শুরু আইপিএল
পাপ খন্ডাতে পুরীতে গেছে মুখ্যমন্ত্রী , বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই , আসলে মমতা বন্দ্যোপাধায় এই ষড়যন্ত্রের মূল , দাবি শুভেন্দুর
করোনার পর ১৬তম সংস্করণে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট
শৌচালয়ের টেন্ডার ঘিরে বচসা , রণক্ষেত্র চন্দ্রকোণা