নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - এক রহস্যময় গুপ্ত সুড়ঙ্গের সন্ধান পেলেন বাঁকুড়া বাসী। এই সুড়ঙ্গকে ঘিরেই গত কয়েকদিন ধরে তুমুল চাঞ্চল্যর সৃষ্টি হয় বাঁকুড়া শহর লাগোয়া রাজাবাগান এলাকায়। কয়েকদিন আগে মাটি ধসে পরেছিল গন্ধেশ্বরী নদীর পাড়ে। আর তখনই উদ্ভব হয় এই সুড়ঙ্গের। পুরানো দিনের ইট ও চুন সুরকিতে বাঁধানো সুড়ঙ্গ আসলে কোন সময়ের তা এখনও পরিষ্কার নয়। এই সুড়ঙ্গকে ঘিরে রীতিমতো রহস্য দানা বাঁধছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়া শহরের সতীঘাট এলাকা থেকে প্রায় দু’কিলোমিটার দূরে রাজারবাগান এলাকা। একসময় এই এলাকায় কোনো মানুষের বাস ছিল না। পাশেই ঘন জঙ্গলে ঢাকা থাকায় ওই এলাকায় ছিল ডাকাতদের নিত্য আনাগোনা। গন্ধেশ্বরী নদীর পাড়ের ওই এলাকা এখন পাণ্ডববর্জিত। এরপর আস্তে আস্তে লোকবসতি বাড়লেও গন্ধেশ্বরী নদীর পাড়ে যাতায়াত করেন খুব সংখ্যক মানুষ।
কিন্তু দিন কয়েক আগে হঠাৎ করে স্থানীয় কয়েকজন যুবক নদীর পাড়ে গিয়ে দেখেন পাড়ের মাটি ধসে গেছে। আর তার ফলে বেরিয়ে পড়েছে একটি ইটে বাঁধানো সুড়ঙ্গের মুখ। এরপর স্থানীয় যুবকরাই নিজেরাই ওই সুড়ঙ্গে খোঁড়াখুঁড়ি শুরু করেন। সুড়ঙ্গটি প্রায় কুড়ি ফুট খোঁড়া হলেও সুড়ঙ্গের তার শেষ পাওয়া যায়নি। সুড়ঙ্গটি চওড়ায় প্রায় আড়াই ফুট ও উচ্চতায় প্রায় সাড়ে তিন ফুট। এই সুড়ঙ্গের চারিদিক পোড়া মাটির ইট ও চুন সুরকি দিয়ে বাঁধানো। বিষয়টি জানাজানি হওয়ার পরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ।
একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, এই জায়গাটি ঘন জঙ্গলে ঢাকা ছিলো। এমনকি সেই জঙ্গলে ডাকাত দের বাস ছিলো। হতে পারে ডাকাতরাই তাদের আত্মগোপনের জন্য এই সুড়ঙ্গ তৈরি করেছিলেন। আবার স্বাধীনতা সংগ্রামীরাও এই সুড়ঙ্গ তৈরি করতে পারে। আমরা চাই প্রশাসন এই সুড়ঙ্গের বিষয়টি আরো খতিয়ে দেখুক।
বিষ্ণুপুর মিউজিয়ামের একজন কর্মী জানিয়েছেন, 'ইটের আকার ও নির্মাণরীতি দেখে মনে হচ্ছে এই সুড়ঙ্গ ব্রিটিশ আমলের। তবে সুড়ঙ্গের ভিতরে পুরোটা না ঢুকতে পারলে এই নির্মাণ কী কাজে ব্যবহার করা হত, তা বলা সম্ভব নয়। প্রসাশনের উচিত সুড়ঙ্গ টাকে আরও খনন করানো '।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল
শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বিরোধীদের ভিতরে ঢোকার ব্যবস্থা করলো পুলিশ
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
ওএমআর শিট নষ্ট করা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬
ফারুকের মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ
সনাতন ধর্ম ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত
শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে , বার্তা রাজ্যপালের
মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এলাহাবাদ হাই কোর্ট
রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে কোনো ভোটই পরেনি
সার্চ কমিটিতে ভিন রাজ্যের কেউ থাকবেন কিনা, সেই নিয়ে জল্পনা জারি এখনো
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে