নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ফের বিতর্কের বেড়াজালে বলিউডের দাবাং। জঘন্য অভিযোগের আঙুল উঠতে দেখা গেলো খ্যাতনামা এই অভিনেতার দিকে। সম্প্রতি অভিনেত্রী সোমি আলির বলিউড ভাইজান সলমন খানের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ তোলাতে উত্তপ্ত সমগ্র গণমাধ্যম।
বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সোমি আলি একজন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, লেখিকা, চলচ্চিত্র নির্মাতা, মডেল। তিনি পাকিস্তানের পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় হিন্দী ছবিতেও কাজ করেছেন। অভিনয় ছাড়াও তিনি "নো মোর টিয়ার্স" নামক একটি অলাভজনক সংস্থা পরিচালনা করে থাকেন। হিন্দী ছবিতে কাজ করাকালীন জনপ্রিয় এই অভিনেত্রীর সহিত সাল্লুমিয়ার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিলো।
কিন্তু এটাই প্রথমবার নয় যখন সলমনের সঙ্গে কোনো অভিনেত্রীর নাম জড়াতে শোনা গেছে। এর আগেও বহুবার বহু অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। অল্পসময়েই ফাটোল ধরতে দেখা গেছে সেইসব সম্পর্কে। কখনও সিনেমা সংক্রান্ত বিষয়ে আবার কখনও ব্যক্তিগত বিষয়ের কারণে জনপ্রিয় এই অভিনেতাকে সর্বদাই খবরের শিরোনামে থাকতে দেখা গেছে। কিন্তু প্রথমবারের মত এরকম ভয়ানক অভিযোগ উঠেতে দেখা গেলো বলিউডের ভাইজানের উপর।
অভিনেত্রী সোমি আলি তার সমাজিক মাধ্যমে সলমনের সঙ্গে তার ছবি সহ একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে সলমনের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ জনসমক্ষে তুলে ধরেছে। যেখানে বিরুদ্ধে অভিযোগের তির ছুঁড়ে লিখেছেন , তার নজরে সলমনের মত নারীবিদ্বেষী আর কেউ নেই। কারণ সালমান শুধু তাকে প্রতিনিয়ত শারীরিক নির্যাতনই করতেন না তার গায়ে একাধিক বার সিগারেটের ছ্যাঁকাও দিয়েছেন। সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন , অভিনেতা তার কেরিয়ার নষ্ট করা স্বার্থে দেশের নানান স্থানে তার অনুষ্ঠান হতে দেননি। যেনতেন প্রকারেনো তার অনুষ্ঠানটিগুলি খারিজ করেছেন।
অভিনেত্রী সকলের উদ্দেশ্যে বলেছেন , সলমনের এই ধরনের অনৈতিক কার্যকলাপে অনেক খ্যাতনামা তারকারাই তাকে মদত করেছেন ,যাদের এরকম একটি পাশবিক চরিত্রের মানুষকে সমর্থন করার জন্য চরম লজ্জা হওয়া উচিত। তিনি সেই একই পোস্টে ভাইজানের বিরুদ্ধে বিদ্বেষ সহকারে লেখেন , তার মত পঞ্চাশ জন আইনজীবী রয়েছে। যাদের সাহায্যে তিনি সলমনকে উচিত শিক্ষা দেবেন। অভিযোগে তিনি এও জানিয়েছেন , সলমনকে শাস্তি দেওয়া থেকে তার কোনো আইনজীবীই তাকে রক্ষা করতে পারবে না।
সোমি তার এই বক্তব্যে বলিউড তারকাদের মধ্যে শাহরুখ খান থেকে শুরু করে সুস্মিতা সেন, পূজা ভট্ট, মহেশ ভাট, শোভা দে এবং নীনা গুপ্তর মত বিশিষ্ট ব্যক্তিত্বদের রেখেছেন। কিন্তু পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রী তার করা পোস্টটিকে ডিলিট করে দিলেন ততক্ষণে ভাইরাল হয়েছে গিয়েছে সোমির পোস্টের স্ক্রিনশট গুলো। যা নিয়ে বর্তমানে গণমাধ্যম জুড়ে চরম জল্পনার সঞ্চার হয়েছে।
এটাই প্রথমবার নয় যখন সোমি সলমনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। এরপূর্বেও একবার তিনি সালমানের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়েছিলেন। চলতি বছরের মার্চ মাসে সোমি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমাটির মুখ্য চরিত্র সলমন-ভাগ্যশ্রীর একটি ছবি তার সামাজিক মাধ্যমে পোস্ট করে সেখানে অভিনেতা বিরুদ্ধে অভিযোগ ব্যক্ত করে কিছু কথা লিখেছেন।
অভিনেত্রী তার ওই পোস্টটিতে অভিনেত্রী ঐশ্বর্য্য রাই বচ্চনকে ট্যাগ করে লিখেছিলেন , বলিউডের দাবাং খান নারী নির্যাতনের সঙ্গে যুক্ত। তাই তিনি সকলের উদ্দেশ্যে সলমনকে সমর্থন না করার উপদেশ দিয়েছিলেন। কিন্তু এটিও তার পরবর্তী পোস্টটির মতই তিনি ওটি অল্প সময়ের মধ্যেই তার সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছিলেন। পোস্টগুলো দেখেই বোঝা যাচ্ছে সলমনের বিরুদ্ধে সোমির তিক্ততা দিনকে দিন বেড়েই চলেছে। কিন্তু ঘটনাগুলোর সত্যতা কতটা তা সময়ই বলবে।
প্রসঙ্গত , ১৯৯৩ সাল থেকে টানা পাঁচ বছর সলমনের সঙ্গে সোমির সম্পর্কের গুঞ্জন উঠেছিলো। কিন্তু এই বিষয় নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে দ্বিতীয়বার সোমির তোলা এই অভিযোগই অভিনেত্রীর পক্ষ থেকে তাদের সম্পর্কের সাক্ষ্য রাখলো ।
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৪ দিন ধরে চললো নাট্য উৎসব
দুর্ঘটনার মুখে অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া
পরকীয়ায় জড়িয়ে ডিভোর্সের হুমকি দিচ্ছে আদিল , দাবি রাখির
Together, We Can Cure Cancer , মিশনকে সামনে রেখে ক্যান্সারের বিরুদ্ধে চলছে লড়াই
করোনার পর আবার দর্শকদের হলমুখী দেখে উচ্ছাসিত আয়োজকরা
এই প্রথম হাজার কোটির মাইলফলক স্পর্শ করবে কোনো বলিউড সিনেমা
মৃত্যুকালীন সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল ৭৭
ডাবিংয়ের জন্য ছবিটা দেখছিলাম, চোখে জল এসে যাচ্ছিল , দাবি ঋতাভরীর
কী মিষ্টি দেখতে এই জুটিকে , সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা কঙ্গনার
বিয়ের আগে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে ক্যামেরাবন্দি অভিনেত্রী কিয়ারা
সানি লিওনের সভাস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরেই বিস্ফোরণ
আমি জানতাম আমার ছবিতে আপত্তিকর কিছুই নেই , দাবি পরিচালকের
জাঁকজমকপূর্ণ ভাবে অনশা-শাহিনের বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়
জেনে নিন হাড়ের ক্ষয় রোধ করার জন্য কোন কোন যোগাসন করবেন