নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - গভীর রাতে দুঃসাহসিক চুরি। চুরির ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ির হিলকার্ট রোড সংলগ্ন একটি সোনার দোকানে। দড়ি বেঁধে গ্রিল কেটে দোকানে থাকার সমস্ত সোনা গয়না নগদ টাকা উদ্ধার করে চম্পট দিয়েছে চোরের দল। যার জেরে সকাল হতেই মাথায় হাত পরল সোনার দোকানের মালিকের। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সমগ্র বাজারজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে হিলকার্ট রোডে অনীল বিশ্বাস ভবনের পাশে সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। নিস্তব্ধ রাতে দড়ি বেয়ে উপরে উঠে গ্যাস কাটার দিয়ে গ্রিল কেটে দোকানে ঢোকে চোর, এরপর সামনে থাকে সমস্ত সোনার জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
এরপরই প্রতিদিনের মতো দোকানের কর্মীরা কাজ করতে আসে , দোকান খুলতেই যে দৃশ্য তাদের পরিলক্ষিত হয় তা দেখে চক্ষুচড়ক গাছ তাদের। গ্রিল কেটে সব চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। আসে পাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দুষ্কৃতীকে পাকড়াও করার চেষ্টা করছেন পুলিশ।
এই বিষয়ে দোকানের মালিক জানিয়েছেন, লক্ষ লক্ষ টাকার সোনা চুরি গিয়েছে। তবে, নিশ্চিত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও যায়নি। এমন কি সিসিটিভি ক্যামেরার ফুটেজও সঙ্গে করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।
এক নজরে দেখে নিন আজকের ট্রাফিক আপডেট
লখনউ সুপার জায়ান্টস – ১৯৩/৬ (২০)
দিল্লি ক্যাপিটালস – ১৪৩/৯ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ