নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - একেবারেই শেষ লগ্নে চলে এসেছে রাজ্যের চারটি কেন্দ্রের পুর নির্বাচন। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ দলগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হতেই সকলের আগেই বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ১৬ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বাম কতৃপক্ষ।
এদিন জেলা সিপিআইএম কার্যালয় একগুচ্ছ বাম নেতৃত্বরা উপস্থিত হয়ে ১৬টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করেন। পাশাপাশি শাসক দলকে কোণঠাসা করলেন সিপিআইএমের সমর্থকরা। তারা বলেন, '১১ সালের পর থেকে কোন ভোটার স্বাধীনভাবে ও নিরপেক্ষ ভোট দান করতে পারেননি। তবে এবারের নির্বাচন নিরপেক্ষ হবে বলেই আশাবাদী'।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই ১০৮টি পুর নির্বাচনের দিনক্ষণে সীলমোহর দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন। পূর্বঘোষিত অনুযায়ী ২৭শে ফেব্রুয়ারি হবে বাকি সকল পৌরসভার ভোট। এমাতবস্থায় সকল দলকে টেক্কা দিতে এদিন নির্বাচনে লড়ার জন্য সর্বপ্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন বাম কতৃপক্ষ।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।