উলুবেড়িয়াতে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ

এপ্রিল ১০, ২০২১ দুপুর ০১:১৪ IST
6071527ba02b3_WhatsApp Image 2021-04-10 at 11.16.16

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া - শনিবার রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন সকালে উলুবেড়িয়াতে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

এই দিন সকাল বেলায় উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের আট নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দর চকের দশভাগাতে বিজেপি কর্মী নন্দ নস্করের ঝুলন্ত দেহ উদ্ধার হুয়। নন্দ বাবুর পরিবারের সুত্রে জানা গিয়েছে নন্দবাবু সক্রিয় বিজেপি কর্মী। গতকাল গভীর রাত পর্যন্ত নন্দবাবু এলাকায় পতাকা লাগিয়ে বাড়ি ফিরেছিলেন। তারপরে আজ ভোর রাতে নন্দবাবুর শোবার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

বিজেপির পক্ষ থেকে হাওড়া জেলা গ্রামীণ বিজেপি সভাপতি তথা উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রত্যুষ মন্ডল অবিলম্বে এই ঘটনায় পুলিশি পদক্ষেপ এবং তদন্তের দাবি করেন।

 

ভিডিয়ো

Kitchen accessories online