নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - গত কয়েকদিন আগে দলীয় প্রচারে তুফানগঞ্জে বিরোধী শিবিরের কেন্দ্রীয় মন্ত্রীকে নিশানা করে বিস্ফোরক বাণী দেগেছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। কার্যত সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার তৃণমূল বিধায়কের দিনহাটার বাড়ির সামনে হাঁটুভাঙার বদলে মাথা ফাটানোর হুমকি ভরা বেনামী পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায়। যদিও এই বেনামী পোস্টার কারা দিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বেনামী পোস্টার প্রসঙ্গে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, 'সকালে বাড়ি থেকে বেরোনোর সময় কোন রকম পোস্টার দেখিনি। কিন্তু বাড়ি ফিরে গাড়ি থেকে নামার সময় হঠাৎই রাস্তার উপর লাল কালি দিয়ে হাতে লেখা একটি কাগজ পরে থাকতে দেখি। ঠিক সেরকমই একটা কাগজে লাগানো ছিল দেওয়ালে। যেখানে বড় বড় অক্ষরে উল্লেখ করা ছিল হাঁটু ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার বদলে মাথা ভেঙে দেওয়ার হবে। অনুমান করা যাচ্ছে এই পোস্টার দুটি রাজবংশী ভাষায় লেখা ছিল। যদিও তদন্ত শুরু করেছে পুলিশ'।
উল্লেখ্য, ১৬ই ফেব্রুয়ারি কোচবিহারে অনন্ত রায় পন্থী গ্রেটারদের বীর চিলা রায়ের ৫১২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজবংশীদের জন্য একাধিক নয়া কর্মসূচির ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু পরবর্তীতে মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়া হয়ে গেলে সেই একই সভা মঞ্চ থেকেই রজ্যের পৃথকীকরণের দাবি তোলেন বিজেপির কেন্দ্রীয় সাংসদরা।
পরবর্তীতে বিরোধী শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য ভাগের কথা বলায় তুফানগঞ্জে প্রচারে গিয়ে তাদের কড়া ভাষায় জবাব দিয়েছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। 'বিভেদের কথা বললে হাঁটু অস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবে না কেউ' এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক।
যদিও উদয়নের এই বক্তব্যের পর ক্ষুব্ধ হয়ে কোচবিহারের পৃথক রাজ্যের দাবিদার সহ কামতাপুর পিপলস পার্টির পক্ষ থেকে একটি বিরোধী মিছিল বের করেন তারা। সেই ঘটনার পর শনিবার বেনামী পোস্টার পরে উদয়ন গুহর বাড়িতে। স্বাভাবিকভাবে একের পর এক উদয়ন গুহর বিরুদ্ধে বিরোধীপক্ষের সরব হওয়ায় রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক পরিসর।
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম