নিজস্ব প্রতিনিধি , হাওড়া - রাজ্যজুড়ে ভয়াবহ আকার ধারন করেছে ডেঙ্গু। গোটা রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৪।এবার লাগামছাড়া ভাবে হাওড়া পৌরসভা এলাকায় বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাওড়া পৌরসভা এলাকা, বালি পৌরসভা এলাকা, বালি জগাছা ব্লক এবং সাঁকরাইলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সরকারি হিসেব অনুযায়ী, জানুয়ারী মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হাওড়ায় মোট ১ হাজার ৭৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
সূত্রের খবর , হাওড়া পুরসভায় ডেঙ্গু রুখতে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা। পৌরসভার পক্ষ থেকে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। হাওড়ার একাধিক এলাকায় স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করছেন। ছড়ানো হচ্ছে ব্লিচিং, মশা মারার তেল। বিশেষত, হাওড়া পৌরসভার ৩৯ নং, ৪ নং, ৩১ নং এবং ৩৬ নং ওয়ার্ড এইসব জায়গাগুলিতে বাড়ানো হয়েছে স্বাথ্যকর্মীর সংখ্যা।
হাওড়া পৌরসভার চেয়ারম্যান জানান, "ডেঙ্গু রুখতে হাওড়া পৌরসভায় আজ করা হচ্ছে বিশেষ বৈঠক। সেই বৈঠকে উপস্থিত থাকছেন রাজ্যের দুই মন্ত্রী অরুপ রায় এবং মনোজ তিওয়ারি। আরও থাকবেন জেলার অন্য বিধায়করা, জেলা মুখ্য স্বাথ্য আধিকারিক ও হাওড়া পুরসভার আধিকারিকরা। বৈঠক শুরু হয় সকাল ১১ টা থেকে। বৈঠকে ডেঙ্গু দমনের জন্য নেওয়া হবে একাধিক সিদ্ধান্ত। তা বাস্তবায়িতও করা হবে।"