নিজস্ব প্রতিনিধি, হাওড়া – দিনের পর দিন নির্দিষ্ট সময় ট্রেন চলছে না, এমনকি কোনও কারণ ছাড়াই ট্রেন বাতিল যার চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। তারই প্রতিবাদে আজ হাওড়া-তারকেশ্বর রেল লাইনে নসিবপুর স্টেশনে বিক্ষোভ নিত্যযাত্রীদের একাংশের। সাতসকালে এই বিক্ষোভের জেরে থমকে যায় নসিবপুর আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল। এই ঘটনার জন্য তীব্র উত্তেজনা ছড়িয়েছে রেলস্টেশন চত্বরে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাওড়া তারকেশ্বর লাইনে সঠিক সময়ে ট্রেন আসছে না। কোনও কারণ ছাড়াই ট্রেন বাতিল করা হচ্ছে। ভোরের ট্রেন বাতিলের ফলে সবজি- ফুল বিক্রেতারা সময় মতো নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না। অফিস যাত্রীরা একই সমস্যার সম্মুখীন হচ্ছে। এমনকি মাধ্যমিক শুরু হওয়ার পরও একই ছবি দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরাও সঠিক সময় কেন্দ্রে পৌঁছাতে পারছে না।
এইসবের মধ্যে আজ অর্থাৎ শুক্রবার ভোরে এই লাইনে পরপর দুটি ট্রেন বাতিল করা হয়। এরপরেই যাত্রীদের একাংশ ক্ষোভে ফেটে পরে সকাল ৬টা নাগাদ রেল অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ এবং সিঙ্গুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ট্রেন বাতিল সমস্যার সমাধান করতে হবে, না হলে এই বিক্ষোভ জারি থাকবে।
এক বিক্ষোভকারী বলেন,’কোনও কারণ ছাড়াই হঠাৎ ট্রেন বাতিল করা হচ্ছে। আজও সকালে পরপর দুটো ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে চরম সমস্যা পরতে হচ্ছে আমাদেরকে। আমরা ট্রেনে করে কলকাতায় সবজি, ফুল নিয়ে যাই। কিন্তু একের পর এক ট্রেন বাতিলের ফলে অধিকাংশ দিনই সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে ব্যবসায় প্রবল ক্ষতি হচ্ছে’।
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম