নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সরকারি হাসপাতালে রাতের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজারো অভিযোগ আসে চিকিৎসা করাতে আসা রোগীর পরিবারের। রাতে রোগী ভর্তি করাতে এসে এসএসকেএমের চিকিৎসা পরিষেবা নিয়ে সরব হয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। এবারে হাসপাতালের পরিষেবা নিয়ে বৈঠক করলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।
মূলত রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে নির্দেশ দেন, রাতে কোন কোন চিকিৎসক হাসপাতালের ডিউটিতে আছেন তার সমস্ত তালিকা পাঠাতে হবে নবান্নে। এই তালিকায় থাকবে নাম, পদ ও মোবাইল নম্বর।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দিন কয়েক আগে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির সুপারদের রাতের পরিষেবা নিয়ে তীব্র ভর্ৎসনা করেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। নিজেও রাতের হাসপাতালে ফোন করে খোঁজ নেন। এর পর সিদ্ধান্ত নেওয়া হয় রাতের রোস্টার হাসপাতালগুলির থেকে চাওয়া হবে। সেই মতো প্রতিদিন দুপুরবেলা রোস্টারের এক্সেল ফাইল পাঠানো শুরু করে দিয়েছে মেডিক্যাল কলেজগুলি। রাতে হাসপাতালে একজন করে সহকারী সুপার ও একজন করে ডেপুটি নার্সিং সুপার থাকাও বাধ্যতামূলক। তা থাকছে কি না সেদিকেও নজর রাখা হবে। এই পুরো ব্যবস্থার উপর অতিরিক্ত সুপারদের নজর রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য , হাসপাতালে রাতের পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ থাকে রোগীর আত্মীয়দের। দিনের তুলনায় রাতে চিকিৎসক ও অন্যান্য স্টাফও কম থাকে, ফলে বিস্তর হায়রানির মধ্যে পরতে হয় রোগীর আত্মীয়দের। দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় রোগী পরে থাকে। হাসপাতালে রোগী ভর্তি করাতে এসে এই ধরনের অভিযোগ জানিয়েছিলেন কামারহাটির বিধায়ক। তারপরই এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে