হাতের কাজের দক্ষতায় বাঁশ দিয়ে বানিয়ে নিন ঘরের শোপিস

সেপ্টেম্বর ২৯, ২০২৩ দুপুর ১১:৫৭ IST
6515e792df88e_images - 2023-09-29T022052.083

অমৃতবাজার এক্সক্লুসিভ - ঘর সাজাতে সবারই ভালো লাগে। অনেকে নিজের হাতের তৈরি জিনিস দিয়ে সুন্দরভাবে ঘরকে সাজিয়ে তোলেন। তাই আপনার কাছে থাকে যদি সহজলভ্য উপকরণ তবে বানিয়ে নিতে পারেন ঘর সাজানোর শোপিস। আপনারা কি জানেন বাঁশ গাছের ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন ঘর সাজানোর শোপিস। হস্তনির্মিত বাঁশের কারুকাজ করার জন্য বাঁশের লাঠিগুলি খুঁজে পাওয়াও সহজ এবং স্বল্প ব্যয়ে বানিয়ে নিতে পারেন ঘরের শোপিস।

কী কী লাগবে ?
বাঁশের লাঠি,দড়ি

কীভাবে বানাবেন ?
বিভিন্ন আকারের বাঁশের লাঠি নিতে হবে।এরপর একটি দড়ির সাহায্যে, দুটিকে সুন্দরভাবে বেঁধে রাখুন যাতে তাদের একটি জোড়ার মতো দেখায়।এবার অন্য একটি বাঁশ বা কাঠের সাহায্যে লাঠির এক প্রান্ত বন্ধ করে দিতে হবে।আপনি তাদের একটি সুন্দর চেহারা দিতে একটি উদ্ভিদও এই বাঁশের মধ্যে লাগিয়ে নিতে পারেন।অর্থাৎ আপনারা এটি গাছ লাগানোর টব হিসেবেও ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি চাইলে পেন,পেন্সিল রেখে পেনদানি হিসেবেও ব্যবহার করতে পারেন।

ভিডিয়ো

Kitchen accessories online