নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - হাতির আক্রমণে আহত হলেন দুই পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সীমান্তে। পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ায় ঢুকে পড়ে ৪০টি হাতির একটি দল। সেই জন্য বন দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
বন বিভাগ সূত্রের খবর , পশ্চিম মেদিনীপুর রূপনারায়ণ বন বিভাগের হয়ে ভাটমারা গ্রামের কাছে জাতীয় সড়ক পার করে দলটি। তারপর গত বুধবার বাঁকুড়ায় ঢুকে পড়ে ৪০টি হাতির দল। বুধবার সেই দলের একটি বাচ্চা হাতির মৃত্যু হয়। তারপর থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে সেই দলটি। গতকাল রাতে হাতির দলটি বাঁকুড়ার বিষ্ণুপুরের পাঞ্চেত বনবিভাগের আস্থাশোল গ্রাম পৌঁছায়।
সেই জঙ্গল লাগোয়া এলাকায় দুই পুলিশকর্মী কাজ করছিলেন। হঠাৎই পুলিশ কর্মীদের উপর চড়াও হয় হাতির দলটি। আহত দুই পুলিশকর্মীকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই দুই পুলিশকর্মী এখন সুস্থ রয়েছেন বলে।
রাজ্যের মুখ্য বনপাল কুলান ডাইভাল জানান,"পুজোর সময়ে হাতির দলটি বাঁকুড়ায় আসায় আমরা বাড়তি সতর্কতা জারি করেছি। বন দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের সাহায্য আমরা চেয়েছি"।