নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ – যত সময় এগিয়ে আসছে তত উন্মাদনার পারদ চরছে। বুধবার ভারতের মাটিতে পা রেখেছেন বাবররা। তাদের সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এর মধ্যেই বিষাদের ছবি সামনে এল। হায়দরাবাদ বিমানবন্দরে পাকিস্তানের পতাকা ওড়ানোর দায়ে আটক করা হল পাকিস্তানের সুপারফ্যান বসির চাচাকে।
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন। তিনি পাকিস্তানের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। কারণ বর্তমানে আমেরিকার শিকাগো শহরে থাকেন বসির চাচা। পৃথিবীর যে প্রান্তেই পাকিস্তান খেলতে যাক না কেন গ্যালারিতে হাজির থাকেন তিনি। সচিন তেন্ডুলকরের সুপারফ্যান সুধীর গৌতমের মতোই পাকিস্তানের অন্ধভক্ত বসির চাচা।
বুধবার রাত ৮টা নাগাদ হায়দরাবাদ বিমানবন্দরে এসে পৌঁছয় পাকিস্তান দল। বাবর, রিজওয়ান, শাহিনদের আন্তরিক ভাবে অভিনন্দন জানানো হয়। এই সময় পাকিস্তান দলকে দেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি বসির চাচা। হাতে পাকিস্তানের জাতীয় পতাকা নিয়ে ওড়াতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তি নষ্ট হতে পারে বসির চাচাকে আটক করে পুলিশ।