HCL- এ ট্রেড অ্যাপ্রেন্টিস পদে চাকরির সুযোগ

নভেম্বর ২৪, ২০২২ বিকাল ০৬:০৭ IST
637f653684887_hcl

হিন্দুস্তান কপার লিমিটেডে (HCL) ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ২৯০ টি শূন্যপদে নিয়োগ করা হবে ।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা মেট (মাইনস) / ব্লাস্টার (মাইনস) / ডিজেল মেকানিক / ফিটার / টারনার / ওয়েল্ডার (G&E) / ইলেক্ট্রিশিয়ান / ইলেক্ট্রনিক মেকানিক / ড্রাউটসম্যান সিভিল / ড্রাউটসম্যান মেকানিক্যাল / COPA / সার্ভেয়ার / রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ট্রেডে ITI পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য । 

বয়স- ০১.১১.২০২২ তারিখের হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।

শূন্যপদ- ২৯০ টি ।

প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই করা হবে ITI এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মাধ্যমে ।

আবেদন পদ্ধতি- সর্ব প্রথম রেজিস্ট্রেশন করতে হবে www.apprenticeship.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে । আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে https://hindustancopper.com এই ওয়েবসাইটের মাধ্যমে ১২.১২.২০২২ তারিখের মধ্যে । 

বিশদে জানতে- https://hindustancopper.com এই ওয়েবসাইট দেখুন । 

বিজ্ঞপ্তি নং- HCL/KCC/HR/Trade Appt/2022

ভিডিয়ো

Kitchen accessories online