রাজ্যের তিন জেলার করোনা গ্রাফে অস্বস্তিতে স্বাস্থ্য দফতর

আগস্ট ১৪, ২০২১ দুপুর ১০:৫৫ IST
61173cf918bda_Screenshot_2021-04-13 covid 19 west bengal - Google Search(1)

নিজস্ব প্রতিনিধি, কলকাতা – রাজ্যের ৩টি জেলার করোনা গ্রাফ ক্রমশ চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের। শুক্রবারও দৈনিক করোনা আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। তৃতীয় পর্যায়ের সংক্রমণের সতর্কবার্তার মধ্যে রাজধানী কলকাতার করোনা গ্রাফও ক্রমশ ঊর্ধ্বমুখী

স্বাস্থ্যদফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টাতে এই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। একদিনে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৯ জন। সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৪৪২ টি নমুনা পরীক্ষা হয়েছে। পসিটিভিটি রেট নেমে হয়েছে ১.১৯ শতাংশ।

স্বাস্থ্যদফতর সূত্রে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৩৭ হাজার ১৮৫ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৮ হাজার ৮০০ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ হাজার ২৭৬ জন। রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৬৩ লক্ষ ৭১৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

রবিবার রাজ্যের মধ্যে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা জেলা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৯৩ জন। 

সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে আছে রাজধানী কলকাতা। শহরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন। 

আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে আছে দার্জিলিং। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭১ জন। তবে ২৪ ঘণ্টায় জেলায় করোনা হয়ে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি

 

ভিডিয়ো

Kitchen accessories online