নিজস্ব প্রতিনিধি, ব্রিটেন - ইতিমধ্যেই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সম্প্রতি ভারত থেকে যাওয়া সমস্ত বিমান খারিজ করল ব্রিটেনের হিথ্রো এয়ারপোর্ট। ভারতের করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বুধবার হিথ্রো বিমানবন্দরের তরফ থেকে জানানো হয়েছে, ব্রিটিশ বা আইরিশ নাগরিক যারা গত ১০ দিনের মধ্যে ভারতে ছিলেন তারা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
ভারতে ইতিমধ্যেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বিশাল আকার নিয়েছে। সেই কারণেই যুক্তরাষ্ট্র ভারতকে রেড লিস্ট করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এর ফলে অনেক বিমান পরিষেবা খারিজ করা হযলেও তাঁরা নিরুপায়।
ভারতে বুধবার ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রের নাসিকে গতকাল প্রায় ২৪ জনের মৃত্যু ঘটেছে এই অতিমারির ফলে।