নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হলো নদীয়া জেলার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত হীজুলি বাজারে। এর আগেও হীজুলি বাজারে একাধিক চুরির খবর মিললেও এবার মধ্যরাতে সোনার দোকানের সিসিটিভি ক্যামেরা খুলে ফেলে দিয়ে দোকানের গ্রিলের তালা ভেঙে সিন্দুক কেটে পাঁচ কেজি রুপো এবং ৪০০ গ্রাম সোনা চুরির ঘটনায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , হীজুলি বাজারে এর আগেও চুরির ঘটনা ঘটার পরেও কোনোরূপ পুলিশি তৎপরতা ছিল না। রাত হতে না হতেই এলাকায় প্রতিদিন রাতে বসে জুয়া, মদ এবং নেশার আসর। সোমবার সকালে বাজারের সোনার ব্যবসায়ী হাবিব শেখের দোকানে গ্রিল ভাঙা দেখে তাকে খবর দেয় স্থানীয় ব্যবসায়ীরা। এরপরই দেখা যায়, দোকানের সমস্ত সিসিটিভি ক্যামেরা খুলে ফেলে দেওয়া হয়েছে পাশাপাশি সিন্দুক নামিয়ে পাঁচ কেজি রুপো এবং ৪০০ গ্রাম সোনা চুরি করেছে দুষ্কৃতীরা।
মধ্যরাতে এই ধরণের দুঃসাহসিক চুরির খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ তদন্তের জন্য এলে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বারংবার চুরির ঘটনায় পুলিশি সক্রিয়তা না থাকায় ক্ষোভে ফেটে পরে গ্রামবাসীরা। চুরির ফলে সর্বস্বহারা সোনা ব্যবসায়ী হাবিব শেখের এবং এলাকাবাসীদের দাবি, যত শীঘ্র সম্ভব দুষ্কৃতীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে।
এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত ৫ ব্যারেল নকল মোবিল, লেবেল সহ সরঞ্জাম
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
শুধু ঘর না , কখনো কখনো মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলাও তুলছে হাতি
কোনক্রমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর