করোনা নিয়ন্ত্রণে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

এপ্রিল ১২, ২০২১ বিকাল ০৭:৪৫ IST
607451e961929_Screenshot_2021-03-29 covid-19 india - Google Search(1)

নিজস্ব প্রতিনিধি, হাওড়া - করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে রাজ্যে। অথচ মাস্ক পড়ার নিয়ম মানছেন না বেশির ভাগ মানুষ। করোনা বিধিও মানা হচ্ছে না অনেক জায়েগাতেই। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে করোনা ঠেকাতে “টেস্ট-ট্র্যাক-ট্রিটমেন্ট” এই তিন ক্ষেত্রেই নতুন স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। 

নতুন এই কোভিড স্ট্র্যাটেজিতে বলা হয়েছে – 

১। সংক্রমণের নিরিখে কন্টেনমেন্ট জোন বাড়াতে হবে।

২। কলকাতায় আরও বেশি মাইক্রোকন্টেইনমেন্ট জোন তৈরির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।

৩। টিকাকরণ প্রক্রিয়া-তে জোর দিতে হবে। 

৪। কলকাতা তো বটেই কলকাটা সংলগ্ন জেলা গুলোতেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। 

৫। পয়লা বৈশাখের অনুষ্ঠানে কোনো জাঁকজমক হবে না। 

৬। করোনা টেস্ট আরও বাড়াতে হবে। বিশেষ করে আরটি-পিসিআর টেস্ট বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। 

৭। কন্ট্যাক্ট ট্রেসিং বাড়ানো ও কন্ট্যাক্ট ট্রেসিং-এ শনাক্তদের আইসোলেশনে রাখা বাধ্যতামূলক করতে হবে। 

৮। সমস্ত রাজনৈতিক দল-কে করোনা বিধি মেনে প্রচার সভা করতে হবে। সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে এই মর্মে রিপোর্ট জমা করতে হবে।

ভিডিয়ো