দেগঙ্গায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে হিরণ চ্যাটার্জী

এপ্রিল ১৪, ২০২১ বিকাল ০৭:৪৭ IST
6076f774409a6_WhatsApp Image 2021-04-14 at 19.24.53

নিজস্ব প্রতিনিধি, হুগলী - পঞ্চম দফার ভোটের আগে শেষ দিনের প্রচারে দেগঙ্গার বিজেপি প্রার্থী দীপিকা চ্যাটার্জীর সমর্থনে প্রচার করলেন অভিনেতা হিরণ চ্যাটার্জী। অভিনেতা হিরণকে দেখার জন্য দেগঙ্গার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস চোখে পড়ে। 

শেষ দিনের প্রচারে বিজেপি প্রার্থী দীপিকা চ্যাটার্জির সমর্থনে শ'পাঁচেক বাইক টোটো নিয়ে কর্মী-সমর্থকরা প্রচার করেন। কিন্তু এই প্রচারে অধিকাংশ কর্মী-সমর্থকদের মুখে মাস্ক ছিল না। এই প্রসঙ্গে হিরণ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য মাস্ক খুলেছেন এবং কর্মীরাও মাস্ক পড়ে আছে তিনি দেখতে পাচ্ছেন।   

কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে সম্পূর্ণ অন্য চিত্র। অধিকাংশ কর্মী সমর্থকদের মুখে নেই মাক্স কর্মীদেরকে জিজ্ঞেস করতেই কেউ বলেছেন গরমের জন্য মাস্ক পরছেন না কেউ বলেছেন ভুলে গেছেন বাড়িতে ফেলে এসেছেন।

ভিডিয়ো

Kitchen accessories online