নিজস্ব প্রতিনিধি , বীরভূম – রাজ্য পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করল রাজ্য দুর্নীতি দমন শাখা। হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেফতার ওই কনস্টেবল। ধৃত ওই কনস্টেবলের নাম মনোজিৎ বাগীশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে। শনিবার মনোজিৎকে গ্রেফতার করা হয়েছে। খোদ কনস্টেবলের গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , ধৃত কনস্টেবলের নাম মনোজিৎ বাগীশ। হাওড়া গ্রামীণ এলাকায় কর্মরত ছিলেন ওই কনস্টেবল। তার আগে তিনি ছিলেন হাওড়া সিটি পুলিশ এবং রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। বর্তমানে বোলপুর থানায় কর্মরত ছিলেন ওই কনস্টেবল। তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির হদিস পান রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই কনস্টেবলের মোট আয় হওয়ার কথা ১০ লক্ষ ২৩ হাজার টাকা। কিন্তু গত বছর তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, তার সম্পত্তির পরিমাণ ছিল ৪৩ লক্ষ ৬০ হাজার ৬০৪ টাকা। তার সঙ্গে তিনি বান্ধবীকে মোট ১১ লক্ষ ৭৫ হাজার টাকা দামের গাড়ি উপহার দিয়েছিলেন৷
সেই সঙ্গে হাওড়ার বিভিন্ন ব্যাঙ্কে তার কয়েকটি অ্যাকাউন্টের হদিস মেলে।এর পর বিভিন্ন ব্যাঙ্কে তাঁর ফিক্সড ডিপোজ়িট, গাড়ি-সহ প্রচুর সম্পত্তির খতিয়ান পান দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা।তার পরেই তাঁর বিরুদ্ধে রাজ্য দুর্নীতি দমন শাখাকে মামলা রুজু করা হয়।
হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে মনোজিৎ বাগীশের বিরুদ্ধে আগেই কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে দায়ের হয়েছিল মামলা। দুর্নীতির বিষয়টি সামনে আসার পরই শুরু হয় তদন্ত। এরপর শনিবার ধৃতকে বোলপুর থানা থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা।ধৃতকে শনিবার আদালতে তোলা হবে। কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তি মনোজিৎ করেছেন তা জানতে তাঁকে হেফাজতে নিতে চেয়ে আবেদন জানাতে চলেছেন তদন্তকারীরা।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর