নিজস্ব প্রতিনিধি , হাওড়া – দূরপাল্লার ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না হকারদের। এমনকী স্টেশনের বাইরেও বসতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে হকারদের সঙ্গে ধস্তাধস্তি আরপিএফের। এই সংঘর্ষের ঘটনায় শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম।এদিন হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখান হকাররা।তবে শেষপর্যন্ত লাঠিচার্জ করে হকারদের স্টেশন থেকে হঠিয়ে দেয় আরপিএফ।কিন্তু এই ঘটনার পর আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছে বঙ্গীয় হকার সম্মেলন। আর এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
সূত্রের খবর , প্ল্যাটফর্মে ও ট্রেনে বেচাকেনা নিয়ে হাওড়া ডিভিশনের হকারদের সঙ্গে রেল বিভাগের বেশ কিছুদিন ধরে বিবাদ চলছে। প্ল্যাটফর্মে বা ট্রেনে অবৈধ হকার উঠতে দিতে নারাজ রেল। সেই নিয়ে শনিবার হাওড়া স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মের কাছে যে ফুড প্লাজা রয়েছে সেখানে প্রতীকী অবস্থানে বসেন হকাররা। হাতে সংগঠনের পতাকা নিয়ে চলতে থাকে বিক্ষোভ।
এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় আরপিএফ। বিক্ষোভ কারীদের উঠে যেতে বলায় দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। রেল পুলিশের সঙ্গে চরম ধস্তাধস্তি শুরু হয় হকারদের। এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। তারপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গোটা স্টেশন চত্বর জুড়ে দেখা যায় চরম বিশৃঙ্খলা। তবে অবশেষে আন্দোলনকারী হকারদের আরপিএফ হাওড়া স্টেশন থেকে সরিয়ে দেয়। কিন্তু এই ঘটনার পর আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছে বঙ্গীয় হকার সম্মেলন।
এই ঘটনার যেরে আতঙ্কিত হয়ে পড়েন স্টেশনে উপস্থিত যাত্রীরা। এই ঘটনার ফলে বাতিল হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। ট্রেন বাতিল হওয়ায় ফের একবার ভোগান্তির মুখে সাধারণ যাত্রীরা। বিশেষ করে বিকেলের দিকে বহু যাত্রী ট্রেন ধরার জন্যে হাওড়া স্টেশনে আসেন। সেক্ষেত্রে হঠাৎ করে এই ঘটনায় অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায়৷ যা নিয়ে একেবারে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় স্টেশন চত্বরে। এদিকে এই সময় হাওড়া স্টেশনে আসেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি ঘটনার তীব্র নিন্দা করেছেন।
তবে এই বিষয়ে পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব বলেন, “রেলের যেখানে প্রয়োজন সেই সব স্থান থেকে হকার উচ্ছেদ করা হবে। যেসব চত্বরে হকার বসার নয় সেখানে বসলে তুলে দেওয়া হবে। কোনওরকম বাধা বিপত্তিতে পিছিয়ে আসবে না রেল।”
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে