সার্জারি করে সুন্দরী হওয়ার চেষ্টা , অকালে চলে গেলেন জ্যাকলিন

অক্টোবর ০৭, ২০২৩ বিকাল ০৫:২০ IST
65213a06d4812_Screenshot_20231007-162514~3

নিজস্ব প্রতিনিধি , ক্যালিফোর্নিয়া - প্লাস্টিক সার্জারি করেতে গিয়ে গত এক মাস আগেই আর্জেন্টিনার অভিনেত্রী সিলভিনা লুনাকে তার জীবন দিতে হয়েছিল। এবারেও সেই একই ঘটনা উঠে এল, হলিউডের অভিনেত্রী সার্জারি করতে গিয়ে মারা গেলেন। জ্যাকলিন হলেন দক্ষিণ আমেরিকার সিনেমা জগতে জনপ্রিয় নামী অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। ক্যালিফোর্নিয়ায় তার মৃত্যু হয়েছে।

সূত্রের খবর , কসমেটিক সার্জারি করার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন, হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তিনি মারা যান। ক্যালিফোর্নিয়ায় ল্যাটিন আমেরিকান সিনেমার এক বড় নাম তিনি। জ্যাকলিনের মৃত্যুতে আর্জেন্টাইন চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেত্রীর মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, চিকিৎসকরা বলেন সার্জারি চলাকালীন রক্ত জমাট বাঁধতে শুরু করে। ফলে অপারেশনে জটিলতা আসে  যা শেষ পর্যন্ত মৃত্যু ডেকে আনে তার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জ্যাকুলিনের মৃত্যুর সময় তার পাশে জুলিয়ান এবং সন্তান ক্লো ছিল।

এই অভিনেত্রী তার নিজের জেলার বিউটি কুইন মুকুট পেয়েছিলেন ১৯৯৬ সালে। আর্জেন্টিনার সান রাফায়েল এন ভেন্ডিমিয়া আঙুর ফসলের শোতে একটি বিউটি কনটেস্ট রানারআপ নির্বাচিত হয়েছিলেন।

জ্যাকলিনের ইনস্টাগ্রাম থেকে লেখা হয়েছে , আজ আমরা আমাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দুঃখের কথা জানাচ্ছি যে , জ্যাকলিন ক্যারিরি মৃতু হয়েছে।তিনি ১৯৯৬ সালে পুন্টাদেল আগুয়া জেলার কুইন এবং ডিপার্টমেন্টাল রাজপ্রতিনিধি ছিলেন। এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।

ভিডিয়ো

Kitchen accessories online