অমৃতবাজার এক্সক্লুসিভ, স্নেহা কুন্ডু - নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা সহজে বৃদ্ধি পাবে এই পদ্ধতি অনুসরণ করলে। তাই দেখে নিতে পারেন এই ঘরোয়া পদ্ধতি যা তৈরি করা যায় হলুদ ও লেবুর রস দিয়ে।
পদ্ধতি - হলুদ ও লেবুর রস লেবুর রসে আছে ব্লিচিং উপাদান তাছাড়া হলুদে আছে ত্বক উজ্জ্বল করার উপাদান। তাই হলুদের গুঁড়ো ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ব্যবহার করতে পারেন এই পদ্ধতিকে।
সহজে,ঘরোয়া এই উপকরণগুলো ব্যবহার করে সহজেই আপনারা ফল পেতে পারেন।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।