হলুদ ও লেবুর রস দিয়ে পারেন নিজের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে

জানুয়ারী ২৯, ২০২৩ রাত ০৮:৫১ IST
63d629838ae0e_images - 2023-01-29T133821.473

অমৃতবাজার এক্সক্লুসিভ, স্নেহা কুন্ডু - নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা সহজে বৃদ্ধি পাবে এই পদ্ধতি অনুসরণ করলে। তাই দেখে নিতে পারেন এই ঘরোয়া পদ্ধতি যা তৈরি করা যায় হলুদ ও লেবুর রস দিয়ে।

পদ্ধতি -  হলুদ ও লেবুর রস লেবুর রসে আছে ব্লিচিং উপাদান তাছাড়া হলুদে আছে ত্বক উজ্জ্বল করার উপাদান। তাই হলুদের গুঁড়ো ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ব্যবহার করতে পারেন এই পদ্ধতিকে।

 সহজে,ঘরোয়া এই উপকরণগুলো ব্যবহার করে সহজেই আপনারা ফল পেতে পারেন।

ভিডিয়ো

Kitchen accessories online