নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - হোটেলের বাথরুমে স্ত্রীকে আটকে রেখে আত্মঘাতী বনগাঁর এক যুবক।ঘটনাটি ঘটেছে দীঘায়।মৃত যুবকের নাম রাজেশ বর (২২)।এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হোটেল চত্বরে।এরপর ঘটনাস্থলে আসে দীঘা থানার পুলিশ ও দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।তবে এই আশ্চর্যজনক ঘটনায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সকলের মনে।
পরিবার সূত্রে জানা গেছে , মৃত যুবকের নাম রাজেশ বর।তিনি বনগাঁর বাসিন্দার।গত সোমবার স্ত্রী ও পরিবারের সঙ্গে নিউ দীঘায় বেড়াতে এসেছিলেন তিনি।বুধবার দুপুরবেলা তার স্ত্রী বাথরুমে স্নান করতে গিয়েছিলেন।সেই সময় স্ত্রীকে বাথরুমে আটকে রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি।কিন্তু গলার ফাঁস ছিঁড়ে তিনি নিচে পরে অজ্ঞান হয়ে গিয়েছিলেন।রাজেশের স্ত্রীর চিৎকারে পরিবারের লোকেরা তাদের ঘরে ছুটে আসেন ও তড়িঘড়ি তাকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই প্রসঙ্গে রাজেশের স্ত্রী জানিয়েছেন,"সোমবার আমরা পরিবারের সকলে একসঙ্গে নিউ দীঘায় ঘুরতে এসেছিলাম।সব কিছু স্বাভাবিক ছিল।বুধবার দুপুরে ২ টো নাগাদ হোটেলের বাথরুমে স্নান করতে গিয়েছিলাম আমি।কিছুক্ষন পর যখন দরজা খুলতে চেষ্টা করছি তখন দেখছি দরজা বাইরে দিয়ে আটকানো।এরপর আমি ভয় পেয়ে অনেক জোরে চিৎকার করতে থাকি।আমার চিৎকারে পরিবারের লোকেরা ছুটে এসে দেখতে পায় সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল আমার স্বামী। কিন্তু ফাঁস ছিঁড়ে ও অচৈতন্য অবস্থায় বিছানায় পরে যান।তড়িঘড়ি ওকে আমরা হাসপাতালে নিয়ে গেলে ওকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।ও কেন এরকম করল আমরা কেউ জানি না,কিছুই বুঝতে পারছি না।"
এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা চিন্ময় জানা জানিয়েছেন,"মৃত যুবক দীঘার এক পর্যটক।তারা দীঘায় একটি হোটেলে উঠেছিলেন।বুধবার তিনি হোটেলের ঘরেই আত্মহত্যা করেন।হোটেলের লোকেরা ও পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় যুবকটিকে।এরপর ঘটনাস্থলে পুলিশ এসেছেন তারাই সবটা তদন্ত করছেন।"
এ প্রসঙ্গে দীঘা থানার পুলিশ জানিয়েছেন,"কি কারণে যুবকটি আত্মঘাতী হয়েছে তা এখনও স্পষ্ট নয়।তবে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এছাড়াও কয়েকদিন ধরে রাজেশের অস্বাভাবিক আচরণ ছিল কিনা সেই বিষয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা আমরা। তাছাড়াও, এই ঘটনার আসল কারণ জানতে তদন্ত করছি আমরা।"
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব যোগা কাপে অংশ নিয়েছিলেন তিনি
প্রথম দিন পরীক্ষা দিলেও দ্বিতীয় দিনে একজন পড়ুয়াও আসেনি
ভারি বৃষ্টি হতেই ২০১৭ সালের বন্যা পরিস্থিতিকে স্মরণ করে দুশ্চিন্তায় এলাকার মানুষ
মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা অনুদান আমির খানের
পুরসভার মহিলা কর্মীদেরকেও ধরে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে