“কি করে বুঝলেন”? অমিত শাহ কে প্রশ্ন তৃণমূল নেত্রীর

মার্চ ২৮, ২০২১ বিকাল ০৫:০১ IST
606067630af60_WhatsApp Image 2021-03-28 at 16.30.52

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর – রবিবার পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী। এই জনসভায় অমিত শহের ২৬ টা আসন পাওয়ার মন্তব্য কে কটাক্ষ করে মমতা বলেন “কি করে বুঝলেন ২৬ টা আসন পাবেন”? মমতা বলেন আমি কি করে জানব যে আমি কটা আসনে জিতব? আমি কি ভোট বাক্সে ঢুকে যাব? আমি অনুমান করতে পারি মাত্র”। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রীর আরও প্রতিক্রিয়া “বিজেপি বলুক না ৩০টা আসনই পাবে”।

ভিডিয়ো