নিজস্ব প্রতিনিধি, হাওড়া - জীবিত রোগীকে মৃত ঘোষণা হাসপাতালের। অভিযোগ, হাওড়ার ঘুসুড়ির টি এল জয়েসওয়াল হাসপাতালের বিরুদ্ধে। জানা গেছে, কয়েকদিন আগে হাওড়ার জগতবল্লভপুরের হাটালের বাসিন্দা ফেলি মান্না(৬৫) হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হন নিউমোনিয়া সহ অন্যান্য উপসর্গ নিয়ে। গত ১৮ এপ্রিল তাঁর করোনা পজিটিভ আসায় হাওড়ার টি এল জয়েসওয়াল হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।
পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার রাত ৮টা নাগাদ হাসপাতাল থেকে ফোন করে ফেলি মান্নার মৃত্যুর খবর দেওয়া হয়। সঙ্গে এও জানানো হয়, সোমবার সকালে তারা দেহ শনাক্তকরণের পর করোনা প্রোটোকল মেনে সৎকার করতে পারবেন তারা। সেইমত সোমবার সকালে বাড়ির লোক হাসপাতালে পৌঁছে দেখেন মর্গের যে মৃতকে ফেলি মান্না বলে দাবি করা হচ্ছে, তিনি আদৌ ফেলি মান্না নন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে জোরাজুরি করে বাড়ির লোকজন করোনা ওয়ার্ডে ঢুকে ফেলি মান্নাকে বেডে খুঁজে পায়। তারা সেই ছবি ক্যামেরাবন্দি করে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানান, “ওই রোগীর অবস্থা খুব একটা ভালো নয়। তবে ভুল একটা হয়েছে।” ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে তিনি জানিয়েছেন, “ওই রোগীকে মৃত ঘোষণা করার আগে আরও সতর্ক হওয়া উচিৎ ছিল চিকিৎসকের। তাই বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” বর্তমানে ফেলি মান্না ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
ক্রিজে আছেন জনি বেয়ারস্টো ও স্যাম বিলিংস
মোদি-শাহকে ধন্যবাদ জানিয়েছেন শিন্ডে
গ্রামবাসীদের সাহসিকতার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ
তনুজা চক্রবর্তীকে পদ থেকে না সরালে আইনি পদক্ষেপ , হুঁশিয়ারি অদিতির
‘ভবিষ্যতে যে সরকারকেই আসবে এই বোঝা বয়ে বেড়াতে হবে অনির্দিষ্টকালের জন্য’ - শুভেন্দু
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
নিজের ঘরেই রহস্য মৃত্যু যুবকের , খুন না আত্মহত্যা ধন্ধে পুলিশ
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ
কমিশনের রিপোর্ট কে ভ্রান্ত , তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তাকে ছেড়ে দেওয়ার আর্জি রোনাল্ডোর