নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখতে মেটার প্রতিষ্ঠাতা ও সি ই ও মার্ক জুকারবার্গ মঙ্গলবার হোয়াটস অ্যাপের আরও তিনটি নিরাপত্তা সংক্রান্ত বৈশিষ্ট্য ঘোষণা করেন যা ব্যবহারকারীদের নিরাপত্তা সম্পর্কে আরও বেশি সতর্কতা অবলম্বন করবে।
নতুন বৈশিষ্ট্য অনুযায়ী, ব্যবহারকারীরা গ্রুপ থেকে বেরিয়ে গেলে অ্যাডমিন ছাড়া গ্রুপের বাকি সদস্যদের কাছে আর নোটিফিকেশন যাবে না। আপনি যে অনলাইন আছেন সেটা কে কে দেখতে পারবে সেটাও আপনি নির্ধারিত করতে পারবেন এখন থেকে। এর আগেও হোয়াটস অ্যাপ একটি ফিচার নিয়ে এসেছিল, নাম 'ভিউ ওয়ান্স' অর্থাৎ আপনার পাঠানো ম্যাসেজ প্রাপক শুধু একবারই দেখতে পারবেন তার পরে সেই ম্যাসেজ আর দেখা যাবে না। এবার এই ফিচারকেই আরও সুরক্ষিত করতে সেই ম্যাসেজের স্ক্রিনশট নেওয়াতেও দাড়ি টানতে চলেছে এই অ্যাপ। এই মাস থেকেই নতুন আপডেটের পর নতুন এই বৈশিষ্ট্যগুলি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
বেশ কয়েক বছর ধরেই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সতর্ক এই সংস্থা। এ বিষয়ে সি ই ও মার্ক জুকারবার্গ বলেন, "আমরা স্তরে স্তরে নিরাপত্তার ব্যবস্থা করছি ব্যবহারকারীদের সুরক্ষা বজায় রাখার উদ্দেশ্যে, যাতে সামনা সামনি কথা বলার মতো সুরক্ষিত অনুভব করতে পারেন তারা"।
হোয়াটস অ্যাপের প্রোডাক্ট হেড অ্যামি ভার্মা জানিয়েছেন,'এই নতুন বৈশিষ্ট্য সম্পর্কে ব্যবহারকারীদের অবহিত করতে তারা বিভিন্ন ক্যাম্পেন করবেন যা শুরু হবে ভারত এবং ইউনাইটেড কিংডম থেকে, যাতে ব্যবহারকারীরা জানতে পারেন কিভাবে তারা নিজেদের নিরাপত্তা বজায় রাখবেন'।