হরিজন সম্প্রদায়ের অন্তর্গত হওয়ায় হোটেলে খেতে দেওয়া হচ্ছে পড়ুয়াদের , বর্ণ বিদ্বেষে উত্তপ্ত বাংলাদেশ

নভেম্বর ২৪, ২০২২ বিকাল ০৫:৩৫ IST
637f4ac39ded3_IMG_20221124_161124

নিজস্ব প্রতিনিধি , ঢাকা - দেশ যতই উন্নতির দিকে যাক না কেন , জাতি বৈষম্যে কিছুতেই নাগাম পরানো যাচ্ছে না। ঠিক তারই নমুনা দেখা গেল এদিন। হরিজন সম্প্রদায়ের অন্তর্গত হওয়ার কারণে হোটেলে বসে খেতে দেওয়া হয়না কুলাউড়া উপজেলার বেশ কিছু শিক্ষার্থীদের। এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাদের পরিবারের সদস্যরা। এদিকে হোটেল কর্তৃপক্ষের দাবি , অন্যান্য গ্রাহকেরা তাদের সঙ্গে বসে খেতে চাননা।

সূত্রের খবর , প্রায়শই কানে আসে বৈষম্যের নানান ঘটনা। এবার রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ বছরের এক ছাত্রী হরিজন সম্প্রদায়ের অন্তর্গত হওয়ার কারণে হোটেলে বসে খেতে না দেওয়ার অভিযোগ উঠে এসেছে। বীরা ছাড়াও আরও ৫ জন শিক্ষার্থী এই পরিস্থিতির শিকার হয়েছে। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের  পরিবারের লোকজন। দীর্ঘদিন ধরে চলা এই প্রসঙ্গে প্রশাসন কোনোরকম ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানা যায়।

এই বিষয়ে শিক্ষার্থীদের পরিবার জানিয়েছে, "আমরা গোটা শহরকে পরিষ্কার রাখি। আমাদের ছেলেমেয়েদের কষ্ট করে স্কুলে পাঠায়। কিন্তু সেখানে তাদের নানারকম বঞ্চনার শিকার হতে হয়। অন্যান্য বাচ্চারা হোটেলে খেতে গেলে আমাদের বাচ্চাদের কাগজে করে বাইরে খেতে দেওয়া হয়।"

এরপর কুলাউড়া হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মহাম্মদ লোকমান মিয়া বলেছেন,"হোটেলে খেতে আসা অন্যান্য গ্রাহকদের আপত্তি থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাচ্চাগুলি ভেতরে বসে খেলে আমাদের কোনো অসুবিধে নেই। আমরা আলোচনা করে এর একটা সমাধান বের করবো।"

ভিডিয়ো

Kitchen accessories online