নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর – বুধবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় এক ব্যাক্তিকে ধাওয়া করে দু রাউন্ড কার্তুজ ও একটি নতুন ৯ এম এম পিস্তল উদ্ধার করে পুলিশ।
বুধবার রাতে গোপন সুত্রে পুলিশ খবর পায় এক ব্যক্তি মেদিনীপুর থেকে হলদিয়ার দিকে অস্ত্র নিয়ে আসছে। খবরের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশ রাতুলিয়া বাজার থেকে ওই ব্যক্তিটিকে ধাওয়া করে। পালাতে গিয়ে ব্যক্তিটি পাঁশকুড়ার নেকড়াতে ওভার ব্রীজের কাছে ধাক্কা লেগে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে থেকে অভিযুক্তকে পাকড়াও করে। অভিজুক্তের কাছ থেকে দু রাউন্ড কার্তুজ ও একটি নতুন ৯ এম এম পিস্তল উদ্ধার করে পুলিশ।
অভিযুক্ত অপু সেন মেদিনীপুর শহরের জুগুনতলার বাসিন্দা। বৃহস্পতিবার তাকে তমলুক জেলা আদালতে তোলা হবে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।