আমি পর্যটক , উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যকে জবাব রাজ্যপালের

অক্টোবর ০৫, ২০২৩ দুপুর ০১:২১ IST
651e67bc03d3b_IMG-20231005-WA0011

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - আজ দুপুরে রয়েছে তৃণমূল সরকারের রাজভবন অভিযান। তবে এদিন রাজভবনে উপস্থিত থাকছেন না রাজ্য পাল সিভি আনন্দ বোস। তিনি রয়েছেন উত্তরবঙ্গ সফরে। উত্তরবঙ্গের জলমগ্ন পরিস্থিতির পরিদর্শনে। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি এরাজ্যের শাসকদল। আর এবার তার জবাব দিলেন রাজ্যপাল।

এদিন শিলিগুড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "হ্যাঁ, আমি পর্যটক, মানুষের অবস্থা দেখতে এসেছি। আমার জুনিয়র অ্যাপয়েন্টিদের মধ্যে কেউ যদি আমার সঙ্গে পর্যটক হিসেবেও থাকতেন! এদিন উত্তরবঙ্গ সফরে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। পাশে থাকার আশ্বাস দেন।

প্রসঙ্গত , গতকাল রাজ্যের রাজভবন অভিযান রাজ্যপালের না থাকা নিয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে প্রতিমন্ত্রী পালাচ্ছেন, রাজ্যপালও পালাচ্ছেন। গরিব মানুষের হকের টাকা চাইতে যাচ্ছেন অভিষেক। তাঁকে হেনস্থা করা হচ্ছে। জবাব দিতে পারবেন না বলেই পালাচ্ছেন রাজ্যপাল।" এরপরেই তিনি রাজ্যপালকে 'পর্যটক' বলে উল্লেখ করেন তিনি।

এদিকে লাগাতার বৃষ্টি এবং সিকিমের বন্যার প্রভাব পড়ছে উত্তরবঙ্গের একাধিক এলাকায়। এই পরিস্থিতিতে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একাধিক এলাকা জলমগ্ন হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে কালিম্পং ও সিকিমের যোগাযোগ। কালিম্পঙের তিস্তা বাজার ও মেল্লি এলাকায় ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়েছে। এই পরিস্থিতিতে বহু পর্যটকও আটকে পড়েছেন উত্তর বঙ্গে।

ভিডিয়ো

Kitchen accessories online