নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - ২০২১ বিধানসভা ভোটের বিধাননগর পৌরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের পোড়া কলোনি এলাকার বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। পায়ে হেঁটে প্রচারে করে মানুষকে তার পাশে থাকতে বলেন। সব্যসাচী দত্ত বলেন, যখন আগুন লেগে পুড়ে গিয়েছিল এলাকা, তখন তিনি ছিলেন এলাকার মানুষদের পাশে।
শাসক দলকে কটাক্ষ করে তিনি বলেন, “মাননীয় মুখমন্ত্রীর এখন ভালো ডাক্তার দেখানো উচিত শুধু শারীরিক নয় মানসিকও।” মুসলমানদের দুধের গাই বলে কটাক্ষ করে তিনি বলেন, “উনি যা বলবেন তাই শুনবে। কোনো সম্প্রদায়কে আলাদা না করাই বাঞ্চনীয়।” তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপিতে যাবে বলে দুয়ারে দুয়ারে ঘুরছেন বলে তিনি মন্তব্য করেন।
গতকালের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “দিলীপ দার নেতৃত্বে আজকে যখন দুরবস্থা তৃণমূলের হচ্ছে সেই জন্য তৃণমূল দুষ্কৃতীদের ছেড়ে দিয়েছে দিলীপ দা-কে টার্গেট করার জন্য।”