নিজস্ব প্রতিনিধি, কোচবিহার – চতুর্থ দফার ভোটের সকাল থেকেই খবরের শিরোনামে রয়েছে শীতলকুচি গ্রাম। আর এই গ্রামেই আবার এক মর্মস্পর্শী ঘটনার নিদর্শন পাওয়া গেল। দেড় বছরের শিশুকে কেড়ে নেওয়া হল তাঁর মায়ের কোল থেকে। এমনকি সন্তানহারা ওই মহিলাটিকে মারধরও করা হয়েছে বলে জানা গেছে।
ওই মহিলাটি জানিয়েছেন, “আমি সবে মাত্র ভোট দিতে গিয়েছিলাম। বুথের ভিতর ঢুকেছি। বোতামও টিপিনি। হঠাৎ মারপিট শুরু হয় বুথের ভিতর। অনেকের মাথায় রক্ত। আমার চুলের মুঠি ধরে মারধর করা হল। বুক থেকে বাচ্চাটাকে কেড়ে নিল। সব মুসলিম মহিলা ছিল। কে কেড়ে নিল বুঝলাম না। ভিড়ের মধ্যে কিছু বুঝলাম না।“
ওই মহিলার আরও অভিযোগ, দেড় বছরের শিশুকে আছড়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
এই সন্তানহারা মায়ের প্রশ্নের কোনো উত্তরই দিতে পারেননি কোনো রাজনৈতিক দলের নেতারা। তবে দেড় বছরের সন্তানহারা মায়ের আর্তনাদ ছাপিয়ে যাচ্ছে শীতলকুচির বিক্ষিপ্ত ঘটনাগুলির থেকে।