নিজস্ব প্রতিনিধি, নদীয়া – সোমবার নির্বাচনী প্রচারে নদীয়ার রানাঘাটে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই জনসভায় তৃণমূল নেত্রী শীতলকুচির ঘটনায় তদন্তের করার কথা জানিয়ে বলেন, “এই হত্যার তদন্ত আমি করবই। আসল ঘটনা আমি খুঁজে বের করবই। সমস্তটা প্ল্যান করে করেছে। এসপি-র সাথে বসে আগের রাতে প্ল্যান করেছে। বুক লক্ষ করে গুলি চালিয়ে হত্যা করেছে।” এরপরই তৃণমূল নেত্রী একটি লিস্ট দেখিয়ে বলেন, “যারা গুলি চালিয়েছিল, আমি সবার নাম বের করে নিয়েছি। আমি এই ঘটনায় ছেড়ে কথা বলব না। আমাকে বোকা ভাবার কোনো কারণ নেই। প্রত্যেক মিনিটের হিসেব আমি বের করে নিয়েছি।"
নরেন্দ্র মোদি-অমিত শাহ-এর তীব্র সমালোচনা করে তৃণমূল নেত্রী বলেন, “লজ্জা করে না। দেশের নিরাপত্তা বাহিনীকে দেশেরই লোক মারতে উস্কানি দিতে? সম্পূর্ণটা হয়েছে অমিত শাহের কথায়। এই পুরো প্লান স্বরাষ্ট্রমন্ত্রীর করা এবং প্রধানমন্ত্রী ও সবটা জানতেন। তাই তিনি ক্লীনচিট দিয়েছেন।"
নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, “আমার মুখ বেশি খোলাবেন না। রোজ আমাকে গালি দেন। বাংলাদেশীদের সাহায্য করার জন্য। বাংলাদেশ মানেই অনুপ্রবেশকারী। আর ভোটের সময় বাংলাদেশে গিয়ে ভোট চান। লজ্জা করে না।"