নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরের – বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী।
এই জনসভায় মোদী কে আক্রমণ করে মমতা বলেন “কে কাকে চোখ দেখায়? বাংলার মানুষ বিনা পয়সায় রেশন পায়। ভারতবর্ষের আর কোনও মানুষ বিনা পয়সায় রেশন পায়না”। তৃণমূল নেত্রী মোদী কে কটাক্ষ করে বলেন “আমি দেব রেশন আর মোদী দেবে ভাষণ”।