সিআইডির আবেদন খারিজ , আলিপুরদুয়ার সমবায় দুর্নীতি মামলায় ইডি-সিবিআই তদন্তের নির্দেশ বহাল আদালতের

সেপ্টেম্বর ২১, ২০২৩ দুপুর ০৪:৪৯ IST
650c1513266f6_Screenshot_2023-09-20-19-00-51-791-edit_com.google.android.googlequicksearchbox

নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গত মাসে আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমিতিতে দুর্নীতির অভিযোগ। এই দুর্নীতিতে সিবিআই-ইডি তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তর একাংশ বহাল রাখল বিচারপতির সব্যসাচী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। তবে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জরিমানার অঙ্ক কমানোর কথা জানায়। ৫০ লক্ষের বদলে ৫ লক্ষ টাকা দিতে হবে রাজ্যকে।

সূত্রের খবর , চলতি মাসেই আলিপুরদুয়ারের সমবায় গোষ্ঠীর অন্তত ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের জল গড়ায় কলকাতা হাইকোর্টেও। গত ২৪ আগস্ট এই মামলায় একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশের পরেও সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ ওঠে। এমনকি সিআইডি মামলার নথি হস্তান্তর করেনি বলে অভিযোগ। পরিবর্তে পূর্বেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে সিআইডি। তাতেই চরম বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন তিনি।

এই নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এদিন শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই ফের কার্যকর করেন। আলিপুরদুয়ারে সমবায় সমিতিতে ৫০ কোটির আর্থিক দুর্নীতির মামলার একযোগে তদন্ত করবে সিবিআই ও ইডি। রাজ্যকে ৫ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত , আলিপুরদুয়ারের বাসিন্দা হলেন কল্পনা দাস। এই মামলায় অভিযোগকারীদের মধ্যে অন্যতম হলেন এই কল্পনা দাস। তাঁর অভিযোগ আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ২১ হাজার ১৬৩ জন টাকা বিনিয়োগ করেছিলেন। কল্পনার দাবি, এত জন বিনিয়োগকারী সব মিলিয়ে মোট ৫০ কোটি টাকা রেখেছিলেন। টাকা জমা দেওয়ার সময় সমিতি জানিয়েছিল, ওই টাকা বাজারে ঋণ হিসাবে খাটানো হবে। কিন্তু পরে টাকা ফেরত পাওয়ার সময় হলে বিনিয়োগকারীরা জানতে পারেন, সমিতিই ‘বিলুপ্ত’ হয়ে গিয়েছে।এর পরেই ওই সংস্থার নামে অভিযোগ করা হয়। এবং গত ২৪ অগস্ট আলিপুরদুয়ার মহিলা সমবায় ঋণদান সমিতির আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

ভিডিয়ো

Kitchen accessories online