“দরকার হলে আলুর চপ দিয়ে পান্তাভাত খাবেন”, মন্তব্য মমতার

এপ্রিল ০৮, ২০২১ দুপুর ০৩:৩৭ IST
606ecff6e440e_WhatsApp Image 2021-04-08 at 14.43.13

নিজস্ব প্রতিনিধি, হুগলী – বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে হুগলীর শ্রীরামপুরে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই জনসভায় তৃণমূল নেত্রী বিজেপি নেতৃত্বের সমালোচনা করে বলেন, “যা ইচ্ছে করছে। কমিশনকে দিয়ে সমস্ত অফিসারদের সরিয়ে দিয়েছে। লজ্জা নেই। আমি একা একটা মেয়ে। আমার সাথে লড়াই করতে দেশের সব নেতাকে নিয়ে এসেছে।” 

বিজেপিকে হুশিয়ারি দিয়ে মমতা বলেন, “কিন্তু তারপরেও বলব বাংলার মেরুদণ্ড ভাঙ্গা অত সোজা নয়।” মমতা জানান “আগামী দিনে আমি কেস করব। আমি আইনত ভাবেও লড়ব, রাজনৈতিক ভাবেও লড়ব।”       

বাংলার মানুষের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বলেন, “বাংলাকে বাচাতে হবে। তার জন্য সবাইকে ভোট দিতে হবে। মেশিন খারাপ করে দিলে কেউ বাড়ি যাবেন না, দাড়িয়ে থাকবেন। দরকার হলে একদিন আলুর চপ দিয়ে পান্তাভাত খাবেন। তাও দাড়িয়ে থেকে ভোট দেবেন।”

ভিডিয়ো