চৈত্রের রোদকে উপেক্ষা করে প্রচার তৃণমূল প্রার্থীর

এপ্রিল ০৫, ২০২১ দুপুর ১২:৩৪ IST
6069cc7de74ac_IMG-20210404-WA0016

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - রবিবারেও প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। সকাল থেকেই গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দাস নয়াবাজার সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার সারলেন।

যদিও দক্ষিণ দিনাজপুর জেলায় নির্বাচন হতে চলেছে সপ্তম দফায়। কিন্তু প্রচারে খামতি রাখতে চাইছে না দলই। ছুটির দিনেও প্রচারে বেরিয়ে গৌতম দাস সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলেন, পাশাপাশি 'তৃনমূল কংগ্রেস'কে ভোট দেওয়ার জন্য করজোড়ে আর্জি জানালেন। 

ভিডিয়ো

Kitchen accessories online