নিজস্ব প্রতিনিধি, হুগলী – রবিবার নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী প্রথম জনসভাটি করেন হুগলীর খানাকুলে।
এই জনসভা থেকে তৃণমূল নেত্রী দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “ভোটের আগে ৪৮ ঘণ্টা খুব জরুরি। এই ৪৮ ঘণ্টা বিজেপি রাতে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাবে। ভয় দেখাতে গেলে মোবাইলে ছবি তুলে রাখবেন। বিজেপি শুধু চাইছে কেউ যেন ভোট না দেয়, তাই মেশিন খারাপ করে রাখছে। যদি ৪ বার মেশিন খারাপ করে ৫ বার যাবেন হাল ছাড়বেন না।"
মমতা দলের এজেন্টদের উদ্দেশ্যে আরও বলেন, “আর এজেন্টদের বলছি কেউ বিক্রি হবেন না। আমি কিন্তু সবার উপর নজর রাখছি। আর যদি কেউ বলেন মারছে এজেন্ট হব না। তাহলে তাদের বলি এই নেকা কান্না কাদবেন না। তার চেয়ে এখন থেকে বলে দিন, আমি বাড়ির মা-বোনেদের এজেন্ট করব। দেখি কোন পুলিশ মা-বোনেদের গায় হাত দেয়।"