নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - ভোটের আগে শেষ নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এলেন ক্রিকেটার গৌতম গম্ভীর। বৃহস্পতিবার তিনটি জেলায় নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগদান করবেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।
ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন জনসভায়। জনসভায় উপস্থিত আছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিম মেদিনীপুরের জেলা স্তরের বিজেপি কর্মীরা।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শক্তিপদ নায়েকের সমর্থনে ভোট প্রচার করেন গৌতম গম্ভীর। তাকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।