নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - রাজ্য জুড়ে শুরু হয়েছে দফায় দফায় বিধানসভা নির্বাচন। আসানসোলে ভোটের মুখে সাংবাদিক বৈঠকে ইশতেহার পেশ করা হয় কুলটি বিধানসভার বিজেপি প্রার্থীর পক্ষ থেকে।
রবিবার কুলটি বিজেপি বিধানসভা নির্বাচনী কার্যালয়ে, বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দার, নির্বাচন জয়ের পর যে সকল উন্নয়নমূলক কাজ করবেন সেই প্রতিশ্রুতি ইশতেহারের মাধ্যমে প্রকাশ করেন সাংবাদিক বৈঠকে।
রবিবার আসানসোলের বিজেপি বিধানসভা নির্বাচনী কার্যালয়ে, তৃণমূল শিবির ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের কুলটি ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী সোমা দাস সহ প্রায় ১০০ জন তৃণমূল কর্মী। বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দারের হাত ধরে বিজেপিতে যোগদান করে, পদ্ম চিহ্নিত বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন তারা।