ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBP)-এ কনস্টেবল পদে ১২৫ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে।
পদ – কনস্টেবল
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
বয়স – ১৮ বছর থেকে ৩৭ বছর পর্যন্ত
বেতন – ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা
শূন্যপদ – ১২৫
প্রার্থী বাছাই – ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি – আবেদন করতে হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ০৫.১০.২০২৩ তারিখে।
বিশদে জানতে - www.itbpolice.nic.in এই ওয়েবসাইট দেখুন।