নিজস্ব প্রতিনিধি, কলকাতা - গত ২৩ শে অক্টোবর কলকাতার একটি ৫ তাঁরা হোটেলে পালিত হলো লেডিস সার্কেলের ইন্ট্রাক্টিভ নেটওয়ার্কিং সেশন । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইফস্টাইল কোচ, সুপ্রসিদ্ধ জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ ডঃ জয় মাদান।
প্রসঙ্গত, এলসি ইন্ডিয়া হলো মহিলাদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন। এটি সামাজিক কাজের সাথেও জড়িত এবং তাদের মূল লক্ষ্য হল 'এডুকেট টু এনলাইটেন' অর্থাৎ শিক্ষার প্রসারের মাধ্যমে জ্ঞানের আলো বিস্তার। তাদের কাজের সাক্ষর হিসাবে স্কুলগুলিতে শিক্ষাব্যবস্থা এবং পরিকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়েছে।
এলসি ইন্ডিয়া বিগত কয়েক বছরে ৫.১ মিলিয়নেরও বেশি শিশুদের জীবনে দৃষ্টান্তমূলক সাফল্য এনেছে। এলসি ইন্ডিয়া ১৯৬৮ সালের শুরুর দিকে গড়ে ওঠে, যার ১৩৩টি সক্রিয় শাখা দেশের ৫৭ টি শহরে ছড়িয়ে আছে। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮০০ টিরও বেশী।
এদিনের এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় মুখ ডঃ জয় মাদান হলেন একজন সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিশারদ, ফেস রিডার তথা রিলেশনশিপ কাউন্সিলর। তিনি জীবনযাত্রা ও সম্পর্কের মান বৃদ্ধির জন্য নিয়মিত ওয়ার্কশপ আয়োজন করেন।
এছাড়াও তিনি জানান ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ মেটাফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট থেকে 'স্পিরিচুয়াল কাউন্সেলিং-এ' ডক্টরেট প্রাপ্ত শ্রী মাদানের জ্যোতিষের প্রতি আগ্রহ শুরু ছোটবেলায়, ট্যারট কার্ড পড়ার প্রতি স্বাভাবিক আকর্ষণ থেকে। ধীরে ধীরে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষন করতে শুরু করেন ফেস রিডিং এবং হিপনোথেরাপিতে তিনি কতটা পারদর্শী।
গত ১৫ বছরে, তিনি স্বাস্থ্য, সম্পদ, জীবিকা, পেশা, বৈবাহিক সমস্যা এবং বস্তুগত সাফল্য সম্পর্কিত বিবিধ সমস্যার ক্ষেত্রে আশ্চর্য জ্যোতিষশাস্ত্রীয় ভবিষ্যদ্বাণী এবং অবিশ্বাস্য প্রতিকারের সন্ধান দিয়ে সারা দেশে বিপুল খ্যাতি অর্জন করেছেন। ডঃ মাদান সম্প্রতি ‘ফ্যামিলি গুরু’ এবং ‘আজা গুডলাক নিকালে’ শীর্ষক দুটি টিভি শো হোস্ট করা শুরু করেছেন।