নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রায় তলানিতে। শুরু হয়েছে দুই দেশের মধ্যে রেষারেষি। আগামী ২০২৫ সালের মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিমানবাহিনীর শীর্ষ এক জেনারেল মাইক মিনিহান।
মার্কিন বিমানবাহিনীর শীর্ষ এক জেনারেল মাইক মিনিহান জানিয়েছেন, ‘আশা করছি, আমার ধারণা ভুল হোক। তবে আমার মন বলছে আগামী ২০২৫ সালে মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হবেই। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত প্রতিরোধ’। তবে তার ভবিষ্যদ্বাণী সঙ্গতিপূর্ণ নয় বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা।
আমেরিকার ডিফেন্স কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ওই অফিসারের (মার্কিন বিমানবাহিনীর শীর্ষ জেনারেল মাইক মিনিহান) মন্তব্য একান্তই ব্যক্তিগত। তাতে চীনের সম্পর্কে ডিপার্টমেন্টের অভিমতের প্রতিফলন নেই’। উল্লেখ্য, আমেরিকার এয়ার ফোর্সের এয়ার মবিলিটি কম্যান্ডারের দায়িত্বে রয়েছেন মাইক মিনিহান।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।